Logo

সারাদেশ

জামায়াতে ইসলামী ধর্মের নামে ভুল ব্যাখ্যা ছড়াচ্ছে : ওয়াদুদ ভূইয়া

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৬:৫৯

জামায়াতে ইসলামী ধর্মের নামে ভুল ব্যাখ্যা ছড়াচ্ছে : ওয়াদুদ ভূইয়া

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মের নামে ভুল ব্যাখ্যা ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি-২৯৮ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। 

শনিবার (১৫ নভেম্বর) সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল সম্মেলন কক্ষে আহলে সুন্নাত ওয়াল জামায়াত খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ফাতেহা-ই-ইয়াজাদাহুম উদযাপন উপলক্ষে আয়োজিত তাজেদারে মদিনা সুন্নী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ওয়াদুদ ভূইয়া বলেন, ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যেতে পারবে। আর হজ করতে হবে না। নারীদের পর্দার আড়ালে থাকতে হবে। এসব অপপ্রচার চালিয়ে ধর্মের নামে ভুল ব্যাখ্যা ছড়াচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।’

তিনি বলেন, ‘আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির গায়ে বিভিন্ন তকমা লাগিয়ে ভোট পাওয়ার কৌশল অবলম্বন করছে জামায়াতে ইসলামী।’

এসময় আহলে সুন্নাত ওয়াল জামা'য়াত খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি কাজী মাওলানা আবু তাহের আনছারীর সভাপতিত্বে বক্তব্য দেন- ছোবহানিয়া আলিয়া কালিম মাদরাসা ও চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা কাজী মুহাম্মদ মঈনদ্দিন আশরাফী (মু.জি.আ.), খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. আব্দুর রব রাজা, সাধারণ সম্পাদক সাজেদ মাহমুদ। 

  • ছোটন বিশ্বাস/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলাম ধর্ম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর