টিআরইউ'র সঙ্গে মতবিনিময় করলেন বিএনপি নেতা জিন্নাহ
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ২০:২৮
ছবি : বাংলাদেশের খবর
মানিকগঞ্জে নবগঠিত টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি (টিআরইউ)-এর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মানিকগঞ্জ-১ আসনে মনোনয়নপ্রত্যাশী এস এ জিন্নাহ কবীর।
শনিবার দুপুরে শহরের উত্তর সেওতা এলাকায় নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় টিআরইউ’র সভাপতি বিএম খোরশেদ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় এস এ জিন্নাহ কবীর বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে থেকে নিরলসভাবে কাজ করেছেন। ঘিওর, দৌলতপুর ও শিবালয় নিয়ে গঠিত মানিকগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন বলেও তিনি জানান।
টেলিভিশন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্তমান সময়ে ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবগঠিত টিআরইউ’র সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
আফ্রিদি আহাম্মেদ/এআরএস

