Logo

সারাদেশ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজে অগ্নিকাণ্ড, দগ্ধ ৫

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১১:০৩

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজে অগ্নিকাণ্ড, দগ্ধ ৫

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ভয়াবহ আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— শফিকুল ইসলাম, মোতালেব হোসেন, শাহিন মিয়া, আলী হোসেন ও শামীম হোসেন। তাদের মধ্যে আলী হোসেন ও শামীম হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, রাখালিয়াচালা এলাকার মোতালেব হোসপে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে কাজ করার সময় হঠাৎ সিলিন্ডার থেকে গ্যাস লিক হতে থাকে। আশপাশে ছড়িয়ে পড়া গ্যাস পাশের চায়ের দোকানের আগুনে সংস্পর্শে এসে মুহূর্তেই বড় শিখায় রূপ নেয়।

এ ঘটনায় ওয়ার্কশপের মালিক মোতালেব হোসেন, চায়ের দোকানে থাকা শফিকুল ইসলাম, শাহিন হোসেন ও চা দোকানদার আলী হোসেন দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে তানহা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। বাকিরা চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছেন।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর