নেত্রকোণায় ভারতীয় মদ-ইয়াবাসহ গ্রেপ্তার ৩
মদন (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৪:১৩
নেত্রকোণার মদনে ১৫ বোতল ভারতীয় মদ ও ৬০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : বাংলাদেশের খবর
নেত্রকোণার মদনে ১৫ বোতল ভারতীয় মদ ও ৬০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার চানগাঁও ইউনিয়নের শাহাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চানগাঁও শাহাপুর গ্রামের মৃত রোজ আলী সরকারের ছেলে রবিউল আলম (২৮), তার স্ত্রী লাকী আক্তার (২৫) ও কেন্দুয়া উপজেলার গগডা ইউনিয়নের লাজপাড়া গ্রামের মৃত তৌহিদ মিয়ার ছেলে নূর আলম (২৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিউল দীর্ঘদিন ধরে এলাকায় রমরমা মাদক ব্যবসা করে আসছে। এর আগেও পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। বুধবার রবিউল মাদকের একটি চালান নিয়ে এলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানান, এলাকায় মাদকের উৎপাত বেড়েছে। গত শনিবার মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে আহ্বান জানান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। যারা মাদকব্যবসায়ীদের পক্ষে তদবির করবে, তাদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর দাবি জানান স্থানীয়রা।
মদন থানার এসআই মো. ফয়সাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে রবিউলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসতঘর থেকে ১৫ বোতল ভারতীয় মদ ও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদের নেত্রকোণা আদালতে পাঠানো হবে।
নিজাম তালুকদার/এমবি

