Logo

সারাদেশ

চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে সড়কে, পথচারী নিহত

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৯:৫৩

চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে সড়কে, পথচারী নিহত

চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে থেকে একটি গাড়ি ছিটকে নিচের সড়কে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।ছবি : সংগৃহীত

চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে থেকে একটি গাড়ি ছিটকে নিচের সড়কে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে বন্দর থানাধীন নিমতলা মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

এক্সপ্রেসওয়ে থেকে নিচের সড়কে পড়ে যাওয়া ‘টয়োটা হ্যারিয়ার’ গাড়িটি পতেঙ্গার দিক থেকে আসছিল।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, নিমতলা মোড়ের কাছে বন্দর থানার বিপরীতে বারিক বিল্ডিংমুখী সড়কের ওপর এটি এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ে।

তিনি আরও বলেন, এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনের মধ্যে এক তরুণীসহ চারজনকে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং আহত পথচারী শফিককে (৫৫) মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শফিক হাসপাতালে মারা যান।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর