Logo

সারাদেশ

ধুনটে অগ্নিকাণ্ডে ৬ ঘর ভস্মীভূত, ক্ষতি ২১ লাখ টাকা

Icon

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ২০:০৬

ধুনটে অগ্নিকাণ্ডে ৬ ঘর ভস্মীভূত, ক্ষতি ২১ লাখ টাকা

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার ধুনটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের কাশিয়াহাঁটা গ্রামের পল্লী চিকিৎসক মৃত আবুল হোসেনের তিন ছেলে—শহিদুল ইসলাম, মাসুদ রানা ও সুইট রানা—এর বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ২১ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, আসরের নামাজের সময় হঠাৎ মাসুদ রানা-এর ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন লেলিহান হয়ে শহিদুল ইসলাম ও সুইট রানার ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। তিন ভাইয়ের ছয়টি ঘর, টেলিভিশন, ফ্রিজ, আসবাবপত্র, নগদ টাকা, ধান-চাল এবং টিনের বেড়া পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা পুকুরের পানি ব্যবহার করে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ধুনট ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সজিব ঘটনাস্থলে গিয়ে পুরো আগুন নিয়ন্ত্রণে আনেন। সদর থেকে ১৫ কিলোমিটার দুরে হওয়ায় ফায়ার সার্ভিসের পৌঁছাতে কিছুটা সময় লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডের কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট।

ক্ষতিগ্রস্ত সুইট রানা বলেন, ‘আগুনে আমাদের ঘরবাড়ি, আসবাবপত্র, টাকা, স্বর্ণালংকারসহ সব কিছু পুড়ে গেছে। আমরা তিন ভাই একেবারে নিঃস্ব হয়ে গেছি। প্রাথমিক ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকার মতো।’

ফায়ার সার্ভিস কর্মকর্তা সজিব জানান, স্থানীয়দের তৎপরতায় আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তাদের উপস্থিতি প্রয়োজন ছিল।

মিনহাজ উদ্দিন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর