মানিকগঞ্জে ধর্ম নিয়ে কটূক্তি, বাউল শিল্পী আবুল সরকার গ্রেপ্তার
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ২০:১২
ছবি : বাংলাদেশের খবর
ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাংলাদেশ বাউল সমিতির সভাপতি ও দেশের বিশিষ্ট বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে মাদারীপুর জেলার একটি গানের অনুষ্ঠানস্থল থেকে তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জে নিয়ে আসে ডিবি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন।
পুলিশ জানায়, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার একটি পালা গানের আসরে শিল্পী আবুল সরকার ইসলাম ধর্ম ও আল্লাহর সৃষ্টিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তার ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের সৃষ্টি হয়।
এ ঘটনায় মুফতি আব্দুল্লাহ বাদি হয়ে ঘিওর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। পরে ডিবি পুলিশের অভিযানে আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর বৃহস্পতিবার বিকেলে তাকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আদালতের বিচারক নজরুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
- আফ্রিদি আহাম্মেদ/এমআই

