শ্রীপুরে মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তি, যুবক আটক
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১০:৪৬
গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মেসেঞ্জার গ্রুপে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি করায় বাঁধন সাহা (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মেসেঞ্জার গ্রুপে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি করায় বাঁধন সাহা (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরমী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা সৃষ্টি হলে ইসলামি তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বরমী বাজার এলাকায় কয়েক হাজার মানুষের উপস্থিতিতে পরিস্থিতি থমথমে হয়ে ওঠে।
স্থানীয় বাসিন্দা সজীব আহমেদ জানান, ফেসবুক মেসেঞ্জারে আপত্তিকর মন্তব্যটি ছড়িয়ে পড়লে মুহূর্তেই ক্ষুব্ধ জনতা ফুঁসে ওঠে। আশপাশের মাদ্রাসা ও মসজিদের ইমাম-মুসল্লিরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিলে যোগ দেন। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ অভিযান চালিয়ে বাঁধন সাহাকে আটক করে।
বরমী শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মাহাদী হাসান বলেন, ‘কীভাবে একজন মানুষ আমাদের প্রিয় নবীকে নিয়ে এমন মন্তব্য করতে পারে! আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সঠিক বিচার না হলে ইসলামি তৌহিদী জনতা নিজেরাই বিচার করবে।’
তিনি আরও দাবি করেন, আটক যুবক ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়নেস (ইসকন)-এর সক্রিয় সদস্য।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, ‘বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘স্থানীয় তৌহিদী জনতা দাবি করছে সে ইসকনের সদস্য। তবে তদন্ত ছাড়া এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। ন্যায়বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।’
সোহেল/এমবি

