Logo

সারাদেশ

ফরিদপুর-১ আসনে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১৯:৫০

ফরিদপুর-১ আসনে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা

ছবি : বাংলাদেশের খবর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ আসনে (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) নিজেদের শক্তিমত্তা প্রদর্শনে বিশাল শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

দলটির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস মোল্যার নেতৃত্বে 'রাইড ফর জাস্টিস' শীর্ষক বর্ণাঢ্য এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রাম কলেজ চত্বর থেকে এই সুবিশাল শোভাযাত্রা শুরু হয়। মোটরসাইকেলের দীর্ঘ বহরটি সংসদীয় আসনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এটি আলফাডাঙ্গা পৌর বাজারের চৌরাস্তা, বোয়ালমারী চৌরাস্তা এবং মধুখালী বাজার বাসস্ট্যান্ড অতিক্রম করে কামারখালী বাজারে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।

এদিকে শোভাযাত্রা চলাকালে কর্মীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের কাছে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চান। একইসঙ্গে জামায়াতের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন কর্মীরা।

জামায়াতের স্থানীয় নেতা-কর্মীরা জানান, প্রায় দুই হাজার মোটরসাইকেল নিয়ে তারা এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন, যা স্থানীয় রাজনীতিতে এক বিশাল শোডাউন হিসেবে দেখা হচ্ছে।

কর্মসূচিতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সুসংগঠিতভাবে অংশ নেন। তাদের সবার হাতেই দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল। এ সময় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস মোল্যা একটি ছাদখোলা গাড়ি থেকে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ জনগণের দিকে হাত নেড়ে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

শোভাযাত্রার শুরুতে ফরিদপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস মোল্যা সংক্ষিপ্ত এক বক্তব্যে বলেন, অতীতের রাজনীতি আর ফিরে আসতে দেব না, দেশবাসীকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ব। আমরা নির্বাচিত হলে কৃষি সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে, যাতে দেশের কৃষকরা তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায়। দেশের কৃষক শ্রমিকরা দেশ উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে, অথচ তাদের ন্যায্যতা তারা পাচ্ছে না।

​​জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস মোল্যা বলেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে। তিনি বলেন, দেশ থেকে মাদক ও দুর্নীতি প্রতিরোধ করা হবে। দেশের যুবসমাজ যাতে সুস্বাস্থ্য অধিকারী হয় এবং দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে সেদিকেই আমরা গুরুত্বারোপ করবো।

এ সময় কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা কর্ম পরিষদের সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা শহিদুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল হোসাইন, সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, বোয়ালমারী উপজেলা আমির হাফেজ বেলাল হুসাইন, পৌর আমির সৈয়দ নিয়ামুল হাসান ও মধুখালী উপজেলা আমির মো. আলিমুজ্জামান প্রমুখ।

  • মিয়া রাকিবুল/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর