ফরিদপুরে শিশু ধর্ষণ মামলায় চাচার আমৃত্যু কারাদণ্ড
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৯:১৬
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মুরাদ খন্দকার (৪০) নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল। পাশাপাশি তাকে দুই লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে। মুরাদ ভাঙ্গা উপজেলার একটি গ্রামের বাসিন্দা এবং শিশুটির চাচাতো চাচা।
বুধবার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৫ মে বিকালে শিশুটিকে তার বাড়িতে নিয়ে অভিযুক্ত ব্যক্তি নির্যাতন চালান। ঘটনার পর শিশুটির পরিবার চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে যায়। পরদিন শিশুটির বাবা ভাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় ওই বছরই মুরাদ গ্রেপ্তার হন, তবে প্রায় তিন মাস আগে তিনি জামিনে মুক্তি পান।
রায়ের বিষয়ে ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, সাক্ষ্য–প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আমৃত্যু কারাদণ্ডের রায় দিয়েছেন। এটি ফরিদপুর শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের প্রথম রায়।
তিনি আরও বলেন, শিশু নির্যাতন ও ধর্ষণ–সংক্রান্ত মামলাগুলোর বিচার দ্রুত সম্পন্ন করার লক্ষ্যেই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
এআরএস

