শ্রীবরদীতে মৎস্যজীবী লীগ নেতার বিরুদ্ধে কৃষকের ধান কাটতে বাধা দেওয়ার অভিযোগ
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৩:১৩
ছবি : বাংলাদেশের খবর
শেরপুরের শ্রীবরদী উপজেলার গিলাগাছা গ্রামের এক কৃষকের জমির ধান কাটতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে মৎস্যজীবী লীগ নেতা শাহাদাত হোসেনের বিরুদ্ধে।
আদালতের ১৪৪ ধারা ও নিষেধাজ্ঞা অমান্য করে তিনি অসহায় কৃষক নূর মোহাম্মদের ২৪ শতাংশ জমিতে ধান কাটতে দিচ্ছেন না। এ ঘটনায় কৃষক পরিবারকে বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, গিলাগাছা গ্রামের মৃত জরিপ উদ্দিন সেকের ছেলে আব্দুল হামিদের কাছ থেকে ১৯৯৯ সালে ২৪ শতাংশ জমি ক্রয় করেন কৃষক নূর মোহাম্মদ। তখন থেকে ২৬ বছর ধরে তিনি শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে আসছেন। স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে—বিগত আওয়ামী লীগ সরকারের সময় মৎস্যজীবী লীগের নেতা শাহাদাত হোসেন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। তারই ধারাবাহিকতায় নূর মোহাম্মদের জমিটি অবৈধভাবে দখল করতে যান তিনি।
এ অবস্থায় নূর মোহাম্মদ আদালতের দ্বারস্থ হলে আদালত এ বছরের ১৩ অক্টোবর শাহাদাতদের ওই জমিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। এরপরও তিনি আদালতের আদেশ অমান্য করে জমিতে প্রবেশ করেন এবং আমন ধান রোপণের চেষ্টা চালান। নূর মোহাম্মদ মামলায় রায় পেলেও বর্তমানে আমন ধান পাকার পরও শাহাদাত ও তার লোকজন জমিতে ধান কাটতে দিচ্ছেন না। একই সঙ্গে কৃষক পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি, জুলুম ও নির্যাতনের শিকার হতে হচ্ছে।
নূর মোহাম্মদের ছেলে মোহাম্মদ আজমির বলেন, আমরা জমিতে গেলে তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলার চেষ্টা করে। আদালতের রায় আমাদের পক্ষে থাকলেও তারা তা মানে না। আমরা কৃষক মানুষ, তাদের বিরুদ্ধে কিছুই করতে পারি না। শাহাদাত আওয়ামী লীগের নেতা—জেলে গিয়েও তার প্রভাব কমেনি।
এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, আদালতের আদেশ উভয়পক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শাহরিয়ার শাকির/এআরএস

