Logo

সারাদেশ

জামালপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর কর্মীদের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৩:২৫

জামালপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর কর্মীদের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি

ছবি : বাংলাদেশের খবর

জামালপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদের কর্মী–সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ইসলামপুর উপজেলার ধর্মকুড়া বাজার এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই ও জামালপুর–২ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদ, সঙ্গে ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরাও উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, বুধবার বিকেলে ইসলামপুর উপজেলার মলমগঞ্জ বাজার এলাকা থেকে বাড়ি ফেরার পথে ফরহাদের কর্মীদের ওপর দুর্বৃত্তরা হঠাৎ হামলা চালায়। এ ঘটনায় অন্তত চারজন আহত হন। এখনো হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন তারা। এ অবস্থায় দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।

অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয় সংবাদ সম্মেলনে।

মেহেদী হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংবাদ সম্মেলন বিএনপি হামলা ও ভাংচুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর