একটা দল আওয়ামী স্টাইলে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে : রফিকুল ইসলাম খান
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ২০:৩৮
বগুড়ার শাজাহানপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, একটা দল আওয়ামী স্টাইলে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। বাংলাদেশে আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে বগুড়ার শাজাহানপুরের মাঝিড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গিয়ে বাংলাদেশে আল্লাহর আইন ও সৎ মানুষের শাসন কায়েম করতে চায়। স্বাধীনতার পর দেশ তিনটি দল দ্বারা শাসিত হয়েছে। একটি দল দেশ ছেড়ে পালিয়ে গেছে। আরেকটি দল নয় বছর ভোট ছাড়া ক্ষমতায় থেকেছে। আর তৃতীয় দল পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।
জামায়াতের এ শীর্ষ নেতা অভিযোগ করে বলেন, ২৪-এর ৫ আগস্টের পর থেকে বাসস্ট্যান্ড ও টেম্পু স্ট্যান্ড দখল করতে গিয়ে একটি দলের নিজেদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে দুইশো জন নিহত হয়েছে। যাদের হাতে নিজেদের কর্মীর নিরাপত্তা নেই, তাদের হাতে বাংলাদেশ কখনো নিরাপদে থাকবে না।
এছাড়াও জুলাইয়ের গণঅভ্যুত্থান ও সাধারণ মানুষের আন্দোলন উল্লেখ করে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, দেশে আর পরিবারতান্ত্রিক রাজনীতি চলবে না।
জামায়াতে সহকারী সেক্রেটারি বলেন, ‘বাংলাদেশে আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণই ঠিক করবে বাংলাদেশ কার। এ দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে আগামী নির্বাচনে।’
জাতীয় নির্বাচনের আগে জামায়াতের এ কর্মী সম্মেলন একরকম নির্বাচনী জনসমাবেশে রূপ নেয়। দাঁড়িপাল্লা ও নির্বাচনী ফেস্টুন হাতে ধরে জামায়াতের সম্মেলনস্থল পরিপূর্ণ হয়। এ সময় বগুড়া-৭ (শাজাহানপুর ও গাবতলী) আসনে দাঁড়িপাল্লার প্রার্থী গোলাম রব্বানীর পক্ষে ভোট প্রার্থনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল।
কর্মী সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুছ আলী, শাজাহানপুর উপজেলা নায়েবে আমির আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, গাবতলী উপজেলা নায়েবে আমির অধ্যাপক মোর্শেদুর রহমান বাবুল, গাবতলী উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াদুদ, শাজাহানপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল ও তারেকুল ইসলাম তারেক।
সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
জুয়েল হাসান/এমবি

