Logo

সারাদেশ

সাভারে ভবনে আগুন, পুড়ল কাপড়ের দোকান

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৯:৪৪

সাভারে ভবনে আগুন, পুড়ল কাপড়ের দোকান

ঢাকার সাভারের হেমায়েতপুরে একটি বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ডে লাগা আগুনে পুড়েছে কয়েকটি কাপড়ের দোকান। আগুনের তীব্রতা কম থাকায় অল্প সময়েই আগুন নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। আগুন পুরোপুরি নেভাতে সময় লাগে প্রায় ২ ঘন্টা। এতে হতাহতের খবর পাওয়া যায়নি

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে ৪ তলা ভবনটির আন্ডারগ্রাউন্ডে থাকা কাপড়ের দোকানে আগুন লাগে। 

সাভারের ট্যানারি ফায়ার স্টেশনের কর্মকর্তা তানভির আহমেদ জানান, আগুনের সংবাদ পেয়ে ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। পরে রাত ১টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। ভবনটির আন্ডারগ্রাউন্ডে কয়েকটি কাপড়ের দোকান ছিল। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, এর কোনো একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। আগুনে কয়েকটি দোকান পুড়ে গেছে। তবে কেউ হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

ভবনটিতে একটি কমিউনিটি সেন্টার ও একটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় আগুনে বড় কোনো ক্ষতি হয়নি। 

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।

সাইফুল ইসলাম শাওন/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর