Logo

সারাদেশ

টঙ্গী জোড় ইজতেমায় মুসল্লির মৃত্যু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১৪:৩১

টঙ্গী জোড় ইজতেমায় মুসল্লির মৃত্যু

ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ৪টা ৩০ মিনিটে এক মুসল্লির মৃত্যু ঘটনা ঘটেছে। তথ্যটি নিশ্চিত করেছেন, তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। 

নিহত ব্যক্তি- নোয়াখালী জেলা সদরের আন্ডার চর কাজীর তালুক গ্রামের সুলতান আহমাদের ছেলে মো. নুর আলম (৮০)।

তিনি জোড়ে এসে মাঠে নোয়াখালী খিত্তায় অবস্থান করছিলেন, রাতে ঘুমন্ত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে উপস্থিত সাথীরা তাকে প্রাথমিক সেবার পর চিকিৎসাকেন্দ্রে নেন, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ জুমার নামাজের পরে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

  • এনএমএম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মৃত্যু ইজতেমা আপডেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর