Logo

সারাদেশ

সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৩০

Icon

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১৬:৫০

সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৩০

ছবি : বাংলাদেশের খবর

সিরাজগঞ্জের তাড়াশে একটি পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে। ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরাপপুর গ্রামের ‘মঙ্গলা পুকুর’ নিয়েই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। শুক্রবার সকাল নয়টার দিকে এক পক্ষ মাছ ধরতে গেলে অন্য পক্ষ বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে রাশেদুল ইসলাম রাসু (৪৫), আলমাছ উদ্দিন (৫০), শফিকুল ইসলাম (৪০), দেলবর হোসেন (৫০) ও লজরুল ইসলাম (৪৫) ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। কর্তব্যরত চিকিৎসক ডা. শ্যামল কুমার জানান, আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে আমরা পুলিশ মোতায়েন করি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেব।’

  • ফিরোজ আল আমিন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংঘর্ষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর