Logo

সারাদেশ

ডা. সালাউদ্দিন বাবু

বিএনপির কোন নেতাকর্মী ইট–বালু–সিমেন্টের ব্যবসা করতে পারবে না

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ২০:৫৭

বিএনপির কোন নেতাকর্মী ইট–বালু–সিমেন্টের ব্যবসা করতে পারবে না

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন, বিএনপির কোনো নেতাকর্মী ইট, বালু বা সিমেন্টের ব্যবসা করতে পারবে না। আওয়ামী লীগের ছাত্রলীগ যেভাবে ইট–বালু–সিমেন্টের ব্যবসা থেকে লক্ষ লক্ষ কোটি টাকা উপার্জন করছে, সেই ব্যবসার সঙ্গে আমাদের জড়িত হওয়ার কোনো প্রয়োজন নেই।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে সাভার পৌরসভার ইমান্দীপুর প্রাইমারী স্কুল মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি নেতাকর্মীদের প্রতি অনুরোধ করে বলেন, ‘এই ব্যবসার সঙ্গে যেন আমাদের কোনো ছেলে বা মেয়ে জড়িত না থাকে। যার বাড়ি, সে নিজের ইচ্ছায় মাল কিনে বানাবে—সমস্যা কোথায়? আমাদের ভোটাররা এখানে স্থায়ীভাবে থাকে, তাদের সন্তানরা এখানেই পড়াশোনা করছে।’

ডা. সালাউদ্দিন বাবু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান এবং ভোটারদের সহযোগিতা ও ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

এ জনসভায় স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল।

সাইফুল ইসলাম শাওন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর