বগুড়ায় নবাগত এসপি
জুলাই থেকে সব মামলা যাচাই করে পদক্ষেপ নেবে পুলিশ
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ২১:০৭
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার নবাগত পুলিশ সুপার (এসপি) মো. শাহাদাত হোসেন বলেছেন, গত বছরের জুলাই থেকে জেলা জুড়ে দায়ের হওয়া সব মামলার তদন্ত নতুনভাবে যাচাই করা হবে।
তিনি বলেন, প্রতিটি অভিযোগের সত্যতা অনুযায়ীই প্রতিবেদন দাখিল করা হবে। মিথ্যা প্রমাণিত অভিযোগ মিথ্যা হিসেবে, সত্য প্রমাণিত অভিযোগ সত্য হিসেবে রিপোর্টে অন্তর্ভুক্ত করা হবে। তদন্তে কোনো প্রতিবন্ধকতা থাকবে না।
সোমবার (১ ডিসেম্বর) বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই বক্তব্য দেন। এর আগে গত শনিবার তিনি বগুড়া জেলার দায়িত্বভার গ্রহণ করেন। যোগদানের পরই সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করে তিনি অপরাধমুক্ত বগুড়া গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং এই কাজে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় এসপি শাহাদাত হোসেন বলেন, সাংবাদিকরা যদি সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করেন, তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে। তিনি অপরাধ প্রবণতা রোধে সাংবাদিকদের পরামর্শ দেওয়ার আহ্বান জানান। তার মতে, মিডিয়ার তথ্য পুলিশের তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নবাগত এসপি আরও বলেন, ‘আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বগুড়াবাসীকে একটি ভালো আইনশৃঙ্খলা পরিস্থিতি উপহার দিতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ার সাতটি আসনে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পুলিশ যথেষ্ট প্রস্তুত এবং সক্ষম।’
সভায় বগুড়ার বিভিন্ন গণমাধ্যম ও সংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তব্য রাখেন বগুড়া প্রেস ক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলার, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংবাদিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মমিনুর রশিদ শাইন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি আব্দুর রহিম এবং বৈষম্যবিরোধী গণমাধ্যম আন্দোলনের প্রধান সমন্বয়ক প্রতীক ওমর। এছাড়া এটিএন নিউজ ব্যুরো প্রধান চপল সাহাও উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় দৈনিক, টেলিভিশন, ডিজিটাল ও স্থানীয় গণমাধ্যমের বহু সাংবাদিক উপস্থিত ছিলেন।
জুয়েল হাসান/এআরএস

