পাবনার বড় বাজারে চিংড়িতে জেলি, অভিযানে জরিমানা
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ২১:২৪
ছবি : বাংলাদেশের খবর
পাবনার বড় বাজারে বিক্রি হওয়া চিংড়ি মাছ ভাঙ্গতেই বেরিয়ে আসে মানবদেহের জন্য ক্ষতিকর জেলি।
সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা কার্যালয় থেকে সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এ বিষয়টি খতিয়ে দেখতে মাছের দোকানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন। অভিযানে চিংড়ি মাছে জেলি পাওয়া যায়, যার কারণে দুই দোকানকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে পাবনা জেলা শাখার ক্যাবের যুগ্ম-সাধারণ সম্পাদক শফিক আল কামাল এবং পাবনা পুলিশ লাইনসের একটি দল সহায়তা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনগণ যেন নিরাপদ ও মানসম্মত খাদ্য পায়, তা আমাদের অগ্রাধিকার।’
এআরএস

