Logo

সারাদেশ

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগীসহ আ.লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ২১:২৮

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগীসহ আ.লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের ঘাঁটিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের উপস্থিতিতে নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী, সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৫ ইউপি চেয়ারম্যান ও শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা গ্রামে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলিমুজ্জামান মধু মুন্সির বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

ইউপি চেয়ারম্যান মনসুর মুন্সীর নেতৃত্বে যোগদানকারীরা ফুলের তোড়া দিয়ে শহিদুল ইসলাম বাবুলের হাতে হাত রেখে সদস্যপদ গ্রহণ করেন।

বিএনপিতে যোগদানকারী নেতাদের মধ্যে ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, ঘারুয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মনসুর মুন্সী, কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল মাতুব্বর, আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান হাওলাদার এবং সাবেক চেয়ারম্যান মোতালেব মাতুব্বর। এছাড়া আরও শতাধিক স্থানীয় নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘অনেকে ভিন্ন দলে ছিলেন, এটি কোনো অপরাধ নয়। তবে এবার ভোট আপনাদের দিতেই হবে। ভোট না দিয়ে নিজেকে বঞ্চিত করবেন কেন? আমাকে একবার সুযোগ দিন, তিন বছরের মধ্যে আওয়ামী লীগ যে উন্নয়ন ১৭ বছরে করতে পারেনি, আমি তা করে দেব। বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে। এমনকি আমি ক্ষমতায় না এলেও আপনাদের পাশে থাকব।’

তিনি আরও বলেন, ‘রাজনীতির নামে ভণ্ডামি করতে আসিনি, মুরুব্বিদের অসম্মান করতে আসিনি, টাকা লুট করতে আসিনি। আমি এসেছি ভাঙ্গাবাসীর উন্নয়নের জন্য। আমাকে ফেলে দেবেন না, আপনাদের পাশে একটু স্থান দিন।’

বক্তব্য শেষে তিনি অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, যুগ্ম সম্পাদক সাঈদ মুন্সী, সাংগঠনিক সম্পাদক তৈমুর লং, শহিদুল ইসলাম বিটু মুন্সীসহ সদ্য যোগদানকারী আবু জাফর মুন্সী ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

ইমরান মুন্সী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর