Logo

সারাদেশ

সাভারে নারীর প্রতি সহিংসতা রোধে নাট্য প্রদর্শনী

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৩

সাভারে নারীর প্রতি সহিংসতা রোধে নাট্য প্রদর্শনী

ছবি : বাংলাদেশের খবর

নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং নারী অধিকার ও মানবাধিকার প্রসারের লক্ষ্যে অপরাজেয় বাংলাদেশ তাদের চলমান ‘পারায়ন’ প্রকল্পের আওতায় সাভারে আনন্দঘন ও শিক্ষামূলক নাট্য প্রদর্শনী আয়োজন করেছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৩টায় সাভার উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই’ এবং ‘ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য নিয়ে নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি পারায়ন প্রকল্পের এরিয়া ম্যানেজার সিনথিয়া ইসলামের সঞ্চালনায় উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা অফিসার শহীদুজ্জামান। এ সময় নারীর অধিকার বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান এবং উপজেলা পল্লী উন্নয়ন সমবায় এর চেয়ারম্যান আব্দুল মালেক।

সমাপনী বক্তব্য রাখেন পারায়ন প্রকল্পের মনিটরিং অফিসার সঞ্জীব কুমার দে। উপস্থিত ছিলেন অপরাজেয় বাংলাদেশের তানজুন নাহার, সুমা আক্তার, আমিনুল ইসলাম, ফরিদ আহমেদ, ফারজানা হোসাইনসহ পারায়ন প্রকল্পের নারীমুক্তি সংস্থার সদস্যবৃন্দ।

উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ অনুষ্ঠিত হবে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর