ফরিদপুর-১ আসনে গণঅধিকার পরিষদ প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৪
ছবি : বাংলাদেশের খবর
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে গণঅধিকার পরিষদের মনোনয়নপ্রত্যাশী ও ফরিদপুর জেলা যুবঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম তার নির্বাচনী এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারের বিভিন্ন স্থানে এ প্রচার কার্যক্রমে অংশ নেন। এ সময় তিনি তার দলটির ‘ট্রাক’ প্রতীকের পক্ষে সাধারণ জনগণের কাছে ভোট চাইতে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে মো. সাইফুল ইসলাম বলেন, ‘জনতার অধিকার, আমাদের অঙ্গিকার। আমরা দেশ থেকে দুর্নীতি, দখল এবং চাঁদাবাজির মতো ব্যাধি দূর করতে চাই। একটি সুন্দর, ন্যায়ভিত্তিক দেশ গড়তে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর নেতৃত্বে ট্রাক প্রতীকের জন্য সবার কাছে ভোট চাই।’
এসময় উপস্থিত ছিলেন শ্রমিক অধিকারের জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন, গণঅধিকার পরিষদের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুরসালিন খান আবিদ, জেলা যুব অধিকার পরিষদের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নয়ন নিলয়, বোয়ালমারী গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না ও আলফাডাঙ্গা যুব অধিকার পরিষদের সভাপতি ইমন হোসেন রঞ্জু প্রমুখ।
মিয়া রাকিবুল/এআরএস

