Logo

সারাদেশ

ফতুল্লায় বাউল শিল্পী সুমন হত্যার রহস্য উদঘাটন, স্ত্রীসহ গ্রেপ্তার ৬

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯:২২

ফতুল্লায় বাউল শিল্পী সুমন হত্যার রহস্য উদঘাটন, স্ত্রীসহ গ্রেপ্তার ৬

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাউল সংগীতশিল্পী সুমন খলিফা (৩৫) হত্যার ঘটনায় দায়ের করা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। পরকীয়ার জের ধরেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় নিহতের স্ত্রী সোনিয়া আক্তারসহ ছয়জনকে জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নিহতের স্ত্রী সোনিয়া আক্তার (২২), মেহেদী হাসান ওরফে ইউসুফ (৪২), আব্দুর রহমান (২৮), বিল্লাল হোসেন (৫৮), আলমগীর হাওলাদার (৪৫) এবং নান্নু মিয়া (৫৫)।

বুধবার (৩ ডিসেম্বর) বিকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী জানান, সোনিয়া আক্তারের সঙ্গে গ্রেপ্তার মেহেদী হাসান ওরফে ইউসুফের অবৈধ সম্পর্কের কারণে দাম্পত্য কলহ তৈরি হয়। এই পরিস্থিতির জের ধরে সোনিয়া ও ইউসুফ মিলে সুমন খলিফাকে হত্যার পরিকল্পনা করেন।

এসপি বলেন, পরিকল্পনা অনুযায়ী ৩০ নভেম্বর রাতে পঞ্চবটি এলাকায় গানের অনুষ্ঠানে স্ত্রীকে রেখে বের হওয়ার পর সুমনকে কৌশলে বাইরে ডেকে নিয়ে যায় আসামিরা। পরে সিএনজিতে তুলে চর কাশীপুরে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়।

তিনি আরও জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রথমে ইউসুফকে গ্রেপ্তার করা হয়। পরে তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে অন্য পাঁচজনের সম্পৃক্ততার তথ্য মিললে তাদেরও আটক করা হয়। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ১ ডিসেম্বর সকালে ফতুল্লার কাশীপুরের মধ্য নরসিংপুর এলাকা থেকে সুমন খলিফার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সুমন বরিশালের আগৈলঝড়া উপজেলার মন্টু খলিফার ছেলে। তিনি পরিবারসহ সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় বসবাস করতেন। একইদিন রাতে তার বাবা মন্টু খলিফা (৭০) ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ইমতিয়াজ আহমেদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর