আশুলিয়ায় গোলাগুলির ঘটনায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৪
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৪:৩৮
ছবি : বাংলাদেশের খবর
ঢাকার আশুলিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনার পর অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে আশুলিয়ার বাইপাইল ও কাইচাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—চাঁদপুরের কচুয়া থানার সেঙ্গুয়া গ্রামের ইউনুস পাটোয়ারীর ছেলে আব্দুল মান্নান পাটোয়ারী (২৪); মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সাটিনওদা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মনোয়ার হোসেন টিটু (২৮); আশুলিয়ার পলাশবাড়ী এলাকার আব্দুল মতিনের ছেলে আল আমিন স্বপন (৩০) এবং একই এলাকার আব্দুল আজিজের ছেলে জুলহাস মিয়া (৩০)।
ডিবি পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ভোর সাড়ে ৪টার দিকে বাইপাইল ও কাইচাবাড়ি এলাকা থেকে চারজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মান্নান পাটোয়ারীর দেখানো মতে কাইচাবাড়ির নবারটেক এলাকার করিম সাহেবের বড়ই বাগান থেকে একটি সিলভার রঙের বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া মনোয়ার হোসেন টিটু আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি মো. জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
হাসান ভূঁইয়া/এআরএস

