Logo

সারাদেশ

ভাঙ্গায় ৩ দফা দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৬

ভাঙ্গায় ৩ দফা দাবিতে সহকারী শিক্ষকদের মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি সমর্থন করে ফরিদপুরের ভাঙ্গায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ভাঙ্গা উপজেলা সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি হয়।

মানববন্ধনে শিক্ষক প্রতিনিধিরা বলেন, ‘আমাদের তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সারাবছর ক্লাস নেওয়ার পর পরীক্ষার সময় আন্দোলন করতে আমরা চাই না। আমাদের দাবিগুলো পূর্বে মেনে নেওয়া হলেও এখনো প্রজ্ঞাপন জারি হয়নি। প্রজ্ঞাপন হলেই আমরা কর্মস্থলে ফিরে যাব।’

তাদের তিন দফা দাবি হলো—সরকারি শিক্ষকদের ১১তম গ্রেড প্রদান, ১০ ও ১৬ বছরের উচ্চতর গ্রেড জটিলতা নিরসন এবং সহকারী শিক্ষক পদে শতভাগ পদোন্নতির নিশ্চয়তা।

আন্দোলনের কারণে পরীক্ষার দিন শিক্ষার্থীরা অনিশ্চয়তায় পড়ে। ভাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীরা স্কুল চত্বরে উদ্বিগ্ন অবস্থায় অপেক্ষা করছে।

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আব্দুল হাকিম বলে, ‘আজ আমাদের পরীক্ষা ছিল। তাই স্কুলে এসেছি। কিন্তু এসে দেখি স্যার নেই। পরীক্ষা হবে কি না বুঝতে পারছি না।’

এই বিষয়ে ভাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি ফরহাদ হোসেন বলেন, ‘আজ চারুকলা ও সংগীত পরীক্ষা ছিল। পরীক্ষা নেওয়া বর্জনের কোনো নোটিশ আমরা দিইনি। এই বিষয়গুলোর শিক্ষকরা আন্দোলনে নেই, শিক্ষার্থী এলে তারা পরীক্ষা নেবেন।’

ভাঙ্গা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আজ যে বিষয়ের পরীক্ষা, সেই বিষয়ের শিক্ষকরা আন্দোলনে নেই। তারা পরীক্ষা নিচ্ছেন।’

ইমরান মুন্সী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর