ভাঙ্গায় তারেক মাসুদের ৬৮তম জন্মদিন উদযাপন
ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১৬:২১
ফরিদপুরের ভাঙ্গায় আন্তর্জাতিক খ্যাতিমান চলচ্চিত্রকার তারেক মাসুদের ৬৮তম জন্মদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে।
শনিবার(৬ ডিসেম্বর) সকাল ১১টায় ভাঙ্গা পৌরসভার নূরপুর গ্রামে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে স্মরণানুষ্ঠানের সূচনা হয়। এরপর সমাধি প্রাঙ্গণে তাঁর জীবন, কর্ম, চলচ্চিত্র ভাষা ও সৃষ্টিশীলতার নানা দিক তুলে ধরে আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।
তারেক মাসুদ ফাউন্ডেশনের সভাপতি ও ভাঙ্গা সরকারি কেএম কলেজের সাবেক অধ্যক্ষ মোসাদ্দেক হোসেন ঢালী সভাপতিত্ব করেন অনুষ্ঠানে। বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সেক্রেটারি সাঈদ মাসুদ, ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক হেদায়েত হোসেন, রাজনীতিবিদ সুভাষ মণ্ডল, আবু বক্কর মিয়া, লিয়াকত হোসেন, প্রভাস কুমার মালো, আবুল কালাম, সোহাগ মিয়াসহ আরও অনেকে।
বক্তারা বলেন, তারেক মাসুদ শুধু ভাঙ্গার নয়, সমগ্র দেশের গর্ব। তাঁর চলচ্চিত্রে গ্রামীণ জীবন, মানুষের সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধ অসাধারণভাবে উঠে এসেছে। ‘মুক্তির গান’, ‘মুক্তির কথা’, ‘মাটির ময়না’ ও ‘রানওয়ে’-এর মতো চলচ্চিত্র বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে।
অনুষ্ঠানে তারেক মাসুদের মা নুরুন্নাহার মাসুদ উপস্থিত ছিলেন। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, ‘মৃত্যুর আগে ভাঙ্গায় ছেলের নামে একটি জাদুঘর দেখতে চাই। তাঁর ব্যবহৃত সব স্মৃতিচিহ্ন এখনো ঢাকায় সংরক্ষিত আছে। জাদুঘর হলে দেশের মানুষ তাঁর সম্পর্কে আরও জানতে পারবে। পাশাপাশি ভাঙ্গার একটি সড়কের নাম তারেক মাসুদের নামে করার দাবি জানাই।’
ইমরান মুন্সী/এনএ

