Logo

সারাদেশ

বগুড়ায় ২৬ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ জনের কারাদণ্ড

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৬:২৪

বগুড়ায় ২৬ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ জনের কারাদণ্ড

ছবি : বাংলাদেশের খবর

পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন মজুদের অভিযোগে বগুড়ায় অভিযান চালিয়েছে র‍্যাব-১২। এ অভিযানে ২৬ হাজার কেজি (২৬ টন) অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে এবং তিনজনকে কারাদণ্ড ও জরিমানা দেওয়া হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে শহরের কালিতলা এলাকায় এক গোডাউনে এ অভিযান চালায় র‍্যাব। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্তরা হলেন—গোডাউন ব্যবস্থাপক হেলালুজ্জামান (৪৫), রফিকুল ইসলাম (৪০) ও জাকারিয়া (২২)।

র‍্যাব-১২ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিতলা এলাকার ঝর্ণা হোমিও হলের পূর্ব পাশে ভান্ডারী পাইপ ফ্যাক্টরি সংলগ্ন গোডাউনে অভিযান চালানো হয়। সেখানে একটি গোডাউন ও ট্রাক থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। আটক তিনজন দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম বলেন, এটি একটি সংঘবদ্ধ চক্র। কয়েক মাস আগে ডিবি পুলিশ এ স্থান থেকে আরও প্রায় ১২ টন পলিথিন জব্দ করেছিল। তদন্তে জানা গেছে, আমিনুর ইসলাম শিবু নামের একজন দীর্ঘদিন ধরে এ ব্যবসা পরিচালনা করছেন; তবে অভিযানের সময় তিনি আড়ালে থাকায় ধরা পড়েননি।

জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট। এ অভিযানে পরিবেশ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের পরিদর্শক মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ বলেন, ‘পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গোপন তথ্যের ভিত্তিতে বড় পরিমাণে নিষিদ্ধ পলিথিন জব্দ হওয়ায় এ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

জুয়েল হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জরিমানা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর