গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে গিয়ে হামলার শিকার ২ পুলিশ সদস্য
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৩
বরিশালে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বন্দর থানার দুই পুলিশ সদস্য। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের সোনালী পোল এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহত এএসআই দেলোয়ার হোসেন ও কনস্টেবল আব্দুস সালাম বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি ইসমাইল হোসেন জানান, পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়েছে। তাদের ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে আটকে রাখার চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে। তবে পুলিশ উপস্থিত হওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।
আহত এএসআই দেলোয়ার হোসেন জানান, স্থানীয় বাসিন্দা প্রতাপ ঘোষ একটি মামলায় সাক্ষী ছিলেন। আদালতে সাক্ষ্য না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরোয়ানা তামিল করতে গেলে প্রতাপ ঘোষ, তার স্ত্রী ও দুই ছেলে মিলন ঘোষ ও বাসুদেব ঘোষ তর্কে জড়িয়ে পড়েন। তারা একপর্যায়ে পুলিশের ওপর হামলা করেন। এমনকি তাকে আটকানোরও চেষ্টা করেন বলে দাবি করেন তিনি।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ হামলাকারীদের চিহ্নিত করে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
গাজী আরিফুর রহমান/এমবি

