Logo

সারাদেশ

হালুয়াঘাটে শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএনপির আলোচনা সভা

Icon

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ২০:২০

হালুয়াঘাটে শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএনপির আলোচনা সভা

ছবি : বাংলাদেশের খবর

ময়মনসিংহের হালুয়াঘাটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর শহরের ইমেক্স হোটেলে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তিনি বলেন, ‘স্বাধীনতার ঊষালগ্নে পাক হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর-আলশামস বাহিনী পরিকল্পিতভাবে দেশের বুদ্ধিজীবী, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, প্রকৌশলী ও চিন্তাবিদদের নির্মমভাবে হত্যা করেছিল। তাদের লক্ষ্য ছিল সদ্য জন্ম নেওয়া বাংলাদেশকে মেধাশূন্য ও নেতৃত্বহীন করা। কিন্তু শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ, চিন্তা ও দেশপ্রেম আজও আমাদের পথ দেখায়।’

তিনি আরও বলেন, ‘বিএনপি বিশ্বাস করে, একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে বুদ্ধিজীবীদের স্বাধীন চিন্তা ও মতপ্রকাশের পরিবেশ নিশ্চিত করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠাই আজ আমাদের প্রধান লক্ষ্য।’

এসময় তিনি দলীয় নেতাকর্মীদের শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম জোরদার করার আহ্বান জানান।

উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ দিবস উদযাপন বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর