বগুড়ায় ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতা-কর্মী গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭
বাংলাদেশের খবর
বগুড়ায় বিশেষ অভিযানে ছাত্রলীগ ও যুবলীগের আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিবির পুলিশ পরিদর্শক ইকবাল বাহার। ডিবির এই কর্মকর্তা জানান, ‘সোমবার দিবাগত রাত থেকে ভোররাত ৫টা পর্যন্ত গোয়েন্দা পুলিশের একাধিক দল জেলার বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালায়। এ সময় দীর্ঘদিন পলাতক থাকা যুবলীগ ও ছাত্রলীগের আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।’
গ্রেপ্তারকৃতরা হলেন— শাহজাহানপুর উপজেলা যুবলীগের সহসভাপতি নজরুল ইসলাম (৫০), বগুড়া শহর যুবলীগের ১৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইউসুফ আলী (৪৮), টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তুহিন ইসলাম সার্থক (৩০), শেরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিকরুল হক জিকু (৩১)।
এছাড়াও গ্রেপ্তার হন— সদর উপজেলার শাখারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রঞ্জু মিয়া (৪৪), গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মাহবুব করিম ডালিম (৪০), বগুড়া শহর যুবলীগের ১৮ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক সবুজ মণ্ডল (৩৪) ও বগুড়া শহর যুবলীগের ২১ নম্বর ওয়ার্ডের সদস্য বাদল মণ্ডল (৩৪)।
ডিবির ইনচার্জ ইকবাল বাহার আরও জানান, ‘গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরণ ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
জুয়েল হাসান/এনএ

