শ্রীপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৫
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১৭:১০
গাজীপুরের শ্রীপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাসচালক, হেলপার ও যাত্রীরা রয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার শিশুতোষ বিদ্যাঘর সংলগ্ন ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গাজীপুর থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী মিনি বাস। বাসটি যখন ইউটার্নে প্রবেশ করছিল, বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাক হঠাৎ ইউটার্ন নেওয়ার চেষ্টা করলে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
বাসের যাত্রীরা বলেন, ট্রাকটি আকস্মিকভাবে সামনে চলে আসায় বাস চালক নিয়ন্ত্রণ হারান এবং দুর্ঘটনা অনিবার্য হয়ে ওঠে। স্থানীয়রা জানান, ট্রাকটি হঠাৎ সামনে চলে আসায় ব্রেক করেও সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ূব আলী জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সোহেল/এমবি

