Logo

সারাদেশ

ফরিদপুরে ছোট ভাইয়ের স্ত্রীর বটির কোপে ভাসুর নিহত

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ২০:৫৭

ফরিদপুরে ছোট ভাইয়ের স্ত্রীর বটির কোপে ভাসুর নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পারিবারিক ও প্রতিবেশী বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের স্ত্রীর বটির কোপে ভাসুর নিহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পারিবারিক ও প্রতিবেশী বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের স্ত্রীর বটির কোপে ভাসুর নিহত হয়েছেন। নিহত টুকু মোল্লা (৪৬) ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুনপালদী গ্রামের বাসিন্দা ও ইদ্রিস মোল্লার ছেলে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলগী ইউনিয়নের গুনপালদী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে টুকু মোল্লার হাঁস প্রতিবেশী সীমা বেগমের বাড়িতে ঢুকে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে টুকু মোল্লা ও সীমা বেগমের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে সীমা বেগম ধারালো বটি দিয়ে টুকু মোল্লার বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক টুকু মোল্লাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, অভিযুক্ত সীমা বেগম নিহত টুকু মোল্লার চাচাতো ভাই সোহাগ মোল্লার স্ত্রী।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইমরান মুন্সী/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর