হাদি হত্যার বিচার দাবিতে মির্জাপুরে বিক্ষোভ মিছিল
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ২১:০৫
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাংলাদেশের খবর
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মির্জাপুর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব মির্জাপুরের সামনে গিয়ে শেষ হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ সাধারণ ছাত্রজনতা অংশ নেয়।
মিছিল চলাকালে ‘ভারতের আগ্রাসন ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জুলাই যোদ্ধা সুজন মিয়া, টাঙ্গাইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান মোমিন, জুলাই যোদ্ধা মাসুদ পারভেজ, মির্জাপুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেরাজ মিয়া, ইমন সিদ্দিকী ও আজমান আলী।
এ সময় সমন্বয়ক জাকির সিকদার, নাবিল আহমেদ, মোজাহিদ মিয়া, সৈয়দ সাবিদ হোসেন, মো. হাদী, মিলন খানসহ আন্দোলনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা শহীদ শরিফ ওসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, এই হত্যাকাণ্ডের বিচার না হলে গণঅভ্যুত্থানের চেতনা ব্যাহত হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা চলন্ত রিকশায় থাকা ঢাকা-৮ আসনের স্বত্রন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছেছে।
রাব্বি ইসলাম/এমবি

