মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক হত্যার ঘটনায় মামলা
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১০:০১
ময়মনসিংহের ভালুকা উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে দিপু চন্দ্র দাস (২৫) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহত দিপু চন্দ্র দাস তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) নিহতের ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫০ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় মামলা করেন। মামলাটি থানায় নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত দিপু চন্দ্র দাসের ভাই শুক্রবার মামলা করেন। মামলাটি নথিভুক্ত করা হয়েছে, যার নম্বর ২৬।
মামলা সম্পর্কে জানতে চাইলে ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ধর্ম অবমাননার অভিযোগ তুলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে এ ঘটনা ঘটে। এর বাইরে কোনো কিছু আমরা এখনো উদ্ঘাটন করতে পারিনি।
ধর্ম অবমাননা কীভাবে হয়েছে জানতে চাইলে তিনি বলেন, মানুষের মুখে মুখে এটি ছড়িয়েছে। এর উৎস আমরা এখনো পাইনি। বিষয়টি নিয়ে তদন্ত চলমান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে কাজের সময় সহকর্মীর সঙ্গে কথোপকথনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ ওঠে। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও কারখানার শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা কারখানার গেটে ভিড় করলে নিরাপত্তাকর্মীরা অভিযুক্তকে বাইরে বের করে দেয়। পরে উত্তেজিত জনতার মারধরে তিনি গুরুতর আহত হন এবং অল্প সময়ের মধ্যেই মারা যান। পরে লাশ নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। একপর্যায়ে নিহত যুবকের লাশ সড়ক ডিভাইডারের মাঝখানের একটি গাছে ঝুলিয়ে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে লাশের আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এদিকে শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে দিপুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার সকালে তার ছোট ভাই তপু চন্দ্র দাস ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দেন। পরে দুপুরে অজ্ঞাতপরিচয় ১৫০ জনকে আসামি করে একটি হত্যা মামলা রেকর্ড করা হয়।
রোমান আহমেদ নকিব/এমবি

