ফরিদপুরে কলেজে অস্ত্র হাতে যুবকের মহড়ার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯
ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস ও সার্টিফিকেট পরীক্ষাকালে অস্ত্র হাতে মহড়া, শিক্ষক লাঞ্ছনা এবং পরীক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আল-সাদকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার বিকেলে খুলনা মহানগরীর ময়লাপোতা এলাকা থেকে র্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প ও র্যাব-৬ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আল-সাদ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার আলফাডাঙ্গা এলাকার বাসিন্দা। তার পিতা মো. আনোয়ার হোসেন।
রাতেই বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।
র্যাব সূত্র জানায়, গত ৯ ডিসেম্বর দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে আলফাডাঙ্গা আদর্শ কলেজ কেন্দ্র (কেন্দ্র কোড-৭১৩)-এ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস ও সার্টিফিকেট পরীক্ষা-২০২৪ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে বহিরাগত আল-সাদ ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক পরীক্ষা কেন্দ্রে প্রবেশের চেষ্টা করে।
এ সময় সে কর্তব্যরত শিক্ষক ও কলেজের অধ্যক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে সহযোগী সাদি খানকে সঙ্গে নিয়ে হাতে তলোয়ারসহ কলেজ ক্যাম্পাসে পুনরায় প্রবেশ করে শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শন করে। এতে পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হয়।
ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করলে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা নজরদারি জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার সন্ধ্যা আনুমানিক ৫টা ৩০ মিনিটে খুলনা মহানগরীর সদর থানাধীন ময়লাপোতা এলাকায় অভিযান চালিয়ে আল-সাদকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
অভিযুক্ত আল-সাদ ছাত্রলীগের ক্যাডার হিসেবে ও তার পিতা আনোয়ার হোসেন আওয়ামী লীগ ক্যাডার হিসেবে পরিচিত। স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৩ আগস্ট আলফাডাঙ্গায় আওয়ামী লীগের পক্ষে অনুষ্ঠিত একটি অস্ত্র মিছিলে প্রকাশ্যে নেতৃত্ব দেন আনোয়ার হোসেন। সে সময় তিনি এলাকায় আওয়ামী লীগের সক্রিয় ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তীতে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে বর্তমানে তিনি ফরিদপুর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম নাসিরের অনুসারী হিসেবে এলাকায় সক্রিয় রয়েছেন।
এইচকে/আইএইচ

