Logo

সারাদেশ

নওগাঁয় যৌথ অভিযানে বিপুল মাদক জব্দ, আটক ২

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১৮:২০

নওগাঁয় যৌথ অভিযানে বিপুল মাদক জব্দ, আটক ২

নওগাঁ শহরের সুইপার কলোনি এলাকায় পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। অভিযানে গাঁজা, দেশি মদ (বাংলা মদ) এবং মাদক বিক্রির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে পরিচালিত এ অভিযানে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।

পুলিশ জানায়, নওগাঁ জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

এম এ রাজ্জাক/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর