Logo

সারাদেশ

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৭

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকের চাপায় রিয়াসাত হাসান রোহান (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বি-ব্লক এলাকার ফ্লাইওভারের ওপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রোহান শেরপুর পৌর শহরের নয়াপাড়া এলাকার রবিউল হাসান সরকারের ছেলে। তিনি শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রোহান ও তার বন্ধু মারুফ মোটরসাইকেল নিয়ে শেরপুর থেকে বগুড়া শহরে ঘুরতে যান। ফেরার পথে বি-ব্লক ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ট্রাকের পেছনের চাকার নিচে চলে যায়। এসময় মোটরসাইকেলটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই রোহান প্রাণ হারান এবং তার বন্ধু মারুফ গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত মারুফকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) নুর হোসেন জানান, ‘ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। তিনি আরও বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।’

মো. আব্দুল ওয়াদুদ/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর