শহীদ হাদির কবরের পাশে সীতাকুণ্ডের জামায়াত প্রার্থী আনোয়ার সিদ্দিক
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৯
ঢাকায় পূর্বনির্ধারিত একটি মতবিনিময় সভায় অংশ নিয়ে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী।
সোমবার (২২ ডিসেম্বর) ঢাকাস্থ্ সীতাকুণ্ডবাসীর সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকায় অবস্থানকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত শহীদ শরীফ ওসমান হাদির কবরের পাশে ছুটে যান। সেখানে তিনি নীরবে দাঁড়িয়ে প্রয়াত এই সাহসী নেতার রুহের মাগফিরাত কামনা করেন।
কবর জিয়ারত শেষে আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেন, ‘প্রিয় শরীফ ওসমান হাদী ভাইয়ের কবরের পাশে দাঁড়ালে বুকের ভেতর এক ধরনের ভারী অনুভূতি কাজ করে। ন্যায় ও সত্যের পথে অবিচল একজন যোদ্ধাকে হারানোর বেদনা আজও হৃদয়ে নাড়া দেয়।’
তিনি আরও বলেন, ‘শরীফ ওসমান হাদী ছিলেন সাহস, ত্যাগ ও আদর্শের প্রতীক। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর সংগ্রাম ও আদর্শ আমাদের চলার পথ দেখায়।’
এ সময় তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করে বলেন, ‘আল্লাহ তাআলা তাঁকে মর্যাদাবান শহীদ হিসেবে কবুল করুন এবং আমাদের সবাইকে তাঁর রেখে যাওয়া আদর্শে অবিচল থাকার তাওফিক দান করুন।’
মোহাম্মদ জামশেদ আলম/এনএ

