Logo

সারাদেশ

দীপুর স্ত্রী-সন্তানের সব ব‍্যয় সরকার বহন করবে : শিক্ষা উপদেষ্টা

Icon

ভালুকা প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫০

দীপুর স্ত্রী-সন্তানের সব ব‍্যয় সরকার বহন করবে : শিক্ষা উপদেষ্টা

ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডকে একটি নৃশংস ও অমার্জনীয় অপরাধ হিসেবে উল্লেখ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, বাংলাদেশ একটি আইনশাসিত রাষ্ট্র। এখানে কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার রাখে না।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামে নিহত দীপু চন্দ্র দাসের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানাতে এসে তিনি এসব কথা বলেন। 

শিক্ষা উপদেষ্টা বলেন, কোনো অন্যায় হলে তা তদন্ত করবে আইনশৃঙ্খলা বাহিনী এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি নিশ্চিত করেন, নিহত দীপু চন্দ্র দাসের স্ত্রী ও সন্তানের সব ধরনের ব্যয় সরকার বহন করবে। 

পরিবারের পাশে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, দীপু চন্দ্র দাসের পরিবার একা নয়। সরকার তাদের সঙ্গে আছে— এই বার্তা দিতেই তিনি সেখানে এসেছেন। পরিবারের সঙ্গে কথা বলে আর্থিক ও আইনগত সহায়তাসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

ধর্মীয় সহাবস্থানের বিষয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষের বসবাস। সবার মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে এবং রাষ্ট্র তা সম্মান করে। গুজব বা বিশ্বাসগত পার্থক্য কোনোভাবেই এ ধরনের সহিংসতার অজুহাত হতে পারে না। সরকার সর্বোচ্চভাবে আইন প্রয়োগে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও জানান, ‘দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ১২ জনকে গ্রেপ্তার করেছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।’

উপদেষ্টা বলেন, ‘বর্তমানে কিছু দুষ্কৃতকারী গোষ্ঠী বিভাজন ও মতভেদ সৃষ্টি করে এ ধরনের সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করছে। এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো নৃশংস ঘটনার পুনরাবৃত্তি হলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।’

এসব ঘটনায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ডে নির্বাচনে কোনোভাবেই প্রভাব পড়বে না এবং বাইরের কোনো উসকানিও নির্বাচনি প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারবে না।’

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাসুদ প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুনসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে উত্তেজিত জনতা দীপু চন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে হত্যা করে। এ ঘটনায় ১৯ ডিসেম্বর নিহতের ছোট ভাই অপু দাস বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছেন। 

নিহত দীপু চন্দ্র দাস ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। তিনি দুই বছর ধরে ভালুকা উপজেলায় জামিরদিয়া এলাকায় অবস্থিত পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেডে কর্মরত ছিলেন। 

রোমান আহমেদ নকিব/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সি.আর. আবরার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর