Logo

সারাদেশ

প্রকাশ্যে বই খুলে অনার্স পরীক্ষা দিলেন মাদরাসা শিক্ষার্থীরা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:১২

প্রকাশ্যে বই খুলে অনার্স পরীক্ষা দিলেন মাদরাসা শিক্ষার্থীরা

ছবি : সংগৃহীত

কুমিল্লা সদর দক্ষিণে একটি মাদরাসায় ফাজিল স্নাতক (অনার্স) পরীক্ষায় শিক্ষকের উপস্থিতিতে শিক্ষার্থীরা প্রকাশ্যে বই-খাতা খুলে পরীক্ষা দিচ্ছেন— এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে নানা মহলে সমালোচনার ঝড় উঠেছে।

২ মিনিট ২৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, পরীক্ষার হলে প্রত্যেক শিক্ষার্থীর কাছেই বই রয়েছে। তারা প্রকাশ্যে টেবিলের ওপর বই খুলে প্রশ্নের উত্তর লিখছেন।

খোঁজে জানা গেছে, ভিডিওটি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদরাসার। মাদরাসায় ফাজিল স্নাতক (অনার্স) প্রথম থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত পরীক্ষা চলছে। গত রোববার (২১ ডিসেম্বর) প্রথম ও তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে ৪৪ জন শিক্ষার্থী অংশ নেন।

অভিযোগ রয়েছে, নিজ মাদরাসায় পরীক্ষা কেন্দ্র হওয়ায় শিক্ষকরাই শিক্ষার্থীদের বই খোলা অবস্থায় পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছেন। এছাড়া, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে কেন্দ্র ফি বাবদ ৫০০ টাকা এবং অসদুপায়ের সুযোগের জন্য ৬০০ টাকাসহ মোট ১,১০০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে মাওলানা আব্দুল কুদ্দুসকে গণমাধ্যম থেকে ফোনে যোগাযোগ করলে তিনি সাংবাদিক পরিচয় জানা মাত্রই ফোন বন্ধ করে দেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. তৈয়ব হোসেন বলেন, ‘পরীক্ষায় অসদুপায়ের বিষয়টি আমাদের নজরে এসেছে। এ বিষয়ে আমরা তদন্ত করে আইনি ব্যবস্থা নেব।’

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় বলেন, ‘এ বিষয়ে আজই তদন্ত কমিটি গঠন করা হবে। প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর