Logo

সারাদেশ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় দোয়া মাহফিল

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৭:১১

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ায় দোয়া মাহফিল

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জেলা বিএনপির উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।

বিএনপির বগুড়া জেলা শাখার সহ-সভাপতি পিপি অ্যাডভোকেট আব্দুল বাছেদ, সাংগঠনিক সম্পাদক সাহিদ উন নবী সালাম, বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, জেলা বিএনপির মৎস্য ও পশুসম্পদ বিষয়ক সম্পাদক আলহাজ মইনুল হক বকুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়ার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়া বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং মুসল্লিরা দোয়া মাহফিলে অংশ নেন।

দোয়ায় দেশ ও জাতির কল্যাণ, খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করা হয়।

জুয়েল হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া তারেক রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর