ফেনীতে খালেদা জিয়াসহ মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৩৭ প্রার্থী
এম. এমরান পাটোয়ারী, ফেনী
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ২০:১৪
ছবি : সংগৃহীত
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ফেনীর তিনটি আসন থেকে ৩৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে শুধু বিএনপি সমর্থিত ব্যক্তিই রয়েছেন ১২ জন।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা এই ৩৭ জনের মধ্যে ফেনী-১ আসন থেকে ৯ জন, ফেনী-২ থেকে ১৪ জন এবং ফেনী-৩ থেকে ১৪ জন ফরম সংগ্রহ করেছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বিএনপি দলীয়ভাবে তিনজনকে প্রার্থী ঘোষণা করলেও দলটির পক্ষ থেকে ঘোষিত ও অঘোষিত মোট ১২ জন নেতা মনোনয়নপত্র কিনেছেন।
ফেনী-১ আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুন্সি রফিকুল আলম মজনু, জেলা বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুর রহমান ও তার ছেলে আরিফুর রহমান মজুমদার ফরম সংগ্রহ করেন।
ফেনী-২ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, কানাডা বিএনপির যুগ্মসম্পাদক এসএম হুমায়ুন কবির পাটোয়ারী এবং জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক এয়াকুব নবী ভূঞা মনোনয়নপত্র নেন।
ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ জনি ও মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহানা আক্তার ফরম কিনেছেন। এ ছাড়া একই আসন থেকে স্বতন্ত্র হিসেবে সোনাগাজী উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ফেনী-১ আসনে কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এসএম কামাল উদ্দিন, ফেনী-২ আসনে অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া এবং ফেনী-৩ আসনে ঢাকা মহানগর উত্তরের সহকারী সম্পাদক ডা. মো. ফখরুদ্দিন মানিক মনোনয়নপত্র কিনেছেন।
এ ছাড়া ফেনী-২ আসনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং ফেনী-৩ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রার্থী হতে ফরম সংগ্রহ করেন।
অন্য দলগুলোর মধ্যে এনসিপি মনোনীত ১ জন, ইসলামী আন্দোলন মনোনীত ৩ জন, খেলাফত মজলিস মনোনীত ৩ জন ও বাসদ মনোনীত ২ জন এবং স্বতন্ত্র ৫ জন মনোনয়নপত্র নেন।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরিক রহমানের আম জনতার দলের হয়ে ফেনী-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্থানীয় আওয়ামী লীগের সদস্য হাজী ওবায়দুল হক।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর, সোমবার।
ফেনী জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ নাজিম উদ্দিন জানান, জেলার তিনটি আসনে মোট ১৩ লাখ ৩০ হাজার ৯২১ জন ভোটার ভোটপ্রদান করবেন।
এআরএস

