Logo

সারাদেশ

‘আমরা সুজানগরবাসী’ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Icon

মাসুদ রানা

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪

‘আমরা সুজানগরবাসী’ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আমরা সুজানগরবাসী ফাউন্ডেশনের উদ্যোগে সুজানগর উপজেলাব্যাপী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

উপজেলার সাতবাড়ীয়া, মানিকহাট, নাজিরগঞ্জ ও হাটখালী ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে অসহায় ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, খুব শিগগিরই উপজেলার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে। 

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আমরা সুজানগরবাসী ফাউন্ডেশনের সভাপতি নাজমুল খান টিটু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সদস্য সেলিম রেজা, ক্রীড়া সম্পাদক লামিয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক তৌফিক হাসান এবং সদস্য ফকির শরিফুল হক।

ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়বদ্ধতার অংশ এবং এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আইএইচ/ 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর