শেরপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ডা. সানসিলা
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৪:০৮
ছবি : বাংলাদেশের খবর
শেরপুর-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে শেরপুর-১, ২ ও ৩ আসনের রিটার্নিং কর্মকর্তা তরফদার মাহমুদুল রহমানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা সাংবাদিকদের বলেন, ‘জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে নিয়ে আমি শেরপুর-১ আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছি। সবার কাছে দোয়া চাই, সবার দোয়ায় শেরপুরকে ঢেলে সাজাবো। আমরা প্রত্যাশা করি ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।’
শেরপুর জেলার তিনটি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন। ইতোমধ্যে জেলার তিন আসনে মোট ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে শেরপুর-১ (সদর) আসনে ১০ জন, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ১১ জন এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এখন পর্যন্ত শেরপুর সদরে বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জাতীয় পার্টির মাহমুদুল হক মনি এবং শেরপুর-৩ আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু তালেব মো. সাইফুদ্দিন জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।
শাহরিয়ার শাকিল/এআরএস

