ভালুকায় ৯৬ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার
ভালুকা প্রতিনিধি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৯
ময়মনসিংহের ভালুকা উপজেলায় র্যাব-১৪ এর বিশেষ অভিযানে ৯৬ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতার হওয়া মাদককারবারি নাম মো. রাজা মোল্লা (৩৪)। তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাসিন্দা। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৯৬ কেজি অবৈধ গাঁজাসহ পরিবহনের জন্য ব্যবহৃত একটি মিনি কাভার্ড ভ্যান ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব -১৪ ময়মনসিংহ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ (ডিসেম্বর) সোমবার রাতে র্যাব-১৪, ময়মনসিংহের একটি অভিযানিক দল ভালুকা উপজেলার গফরগাঁও–ভালুকাগামী পাকা সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি মিনি কাভার্ড ভ্যান তল্লাশি করলে চালককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে আটক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী কাভার্ড ভ্যানের ভেতরে লুকিয়ে রাখা ৯৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ ২০ হাজার টাকা।
র্যাব-১৪ আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত মাদক কারবারি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
রোমান আহমেদ নকিব/এনএ

