Logo

সারাদেশ

কর্মস্থলে যাওয়া হলোনা লিফট অপারেটরের

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫:১১

কর্মস্থলে যাওয়া হলোনা লিফট অপারেটরের

প্রতিদিনের মতো আজও কর্মস্থল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় অবস্থিত সাউথ ইস্ট টেক্সটাইলস প্রাইভেট লি. কোম্পানিতে চাকরিতে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন জেলার দেলদুয়ার থানার বারকুড়িয়া গ্রামের মো. পিন্টু মিয়ার ছেলে রিয়াম মিয়া (২৮)।

পথিমধ্যে মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকায় পৌঁছালে টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতের শ্বশুর আব্দুল মান্নান জানান, ‘রিয়াম সাউথইস্ট টেক্সটাইল মিলসে লিফট অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো আজও সে নিজ কর্মস্থলের উদ্দেশে বাড়ি থেকে রওনা হয়েছিলেন। সেখানে পৌঁছে সকালের খাবার কথাও ছিল। কিন্তু কর্মস্থলে নয় নিজ বাড়িতেই পৌঁছালেন লাশ হয়ে।

গোড়াই হাইওয়ে থানার ওসি মো. সোহেল সারোয়ার জানান, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে।’

রাব্বি ইসলাম/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর