Logo

সারাদেশ

‘অভিভাবকহারা’ হওয়ার বেদনায় কান্না

দেশের বিভিন্ন স্থানে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৯:১৯

দেশের বিভিন্ন স্থানে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশে নেমে এসেছে শোকের ছায়া। বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হলেও, দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাধারণ মানুষ, নেতাকর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে গায়েবানা জানাজা, দোয়া মাহফিল, মিলাদ মাহফিল এবং নানা ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। এসব অনুষ্ঠানে উপস্থিত হয়ে তারা জাতির এই 'আপসহীন নেত্রী' ও 'গণতন্ত্রের প্রতীক'-এর প্রতি তাদের অকুণ্ঠ শ্রদ্ধা ও শেষ ভালোবাসা নিবেদন করেন। চাঁদপুর থেকে শুরু করে জয়পুরহাট, কুষ্টিয়া থেকে নড়াইল, ফেনী থেকে খাগড়াছড়ি পর্যন্ত সর্বত্র শোক অনুষ্ঠানের আয়োজন এবং গণশ্রদ্ধার এই বহিঃপ্রকাশ লক্ষ্য করা গেছে। বাংলাদেশের খবর’র জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।

চাঁদপুর : চাঁদপুর শহরের আসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে অনেকেই কাঁদতে দেখা গিয়েছিল। বক্তারা খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র ও গণতন্ত্র রক্ষায় আপসহীন নেত্রী হিসেবে বর্ণনা করেন।

জয়পুরহাট : জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির নেতা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, পৌর নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা এতে অংশ নেন। নামাজ শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

কুষ্টিয়া : কুষ্টিয়া আলিয়া মাদ্রাসা মাঠে স্থানীয়দের উদ্যোগে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। বক্তারা তাকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিস্মরণীয় নেত্রী, দৃঢ়চেতা ও আপসহীন নেতৃত্ব হিসেবে উল্লেখ করেন এবং তার আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মত প্রকাশ করেন।

নড়াইল : নড়াইল শহরের কুড়িডোব মাঠে জেলা বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা হয়। জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা তার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের কথা স্মরণ করেন। নামাজ শেষে তার আত্মার শান্তি ও দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

ফেনী : ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে শহরের প্রেসক্লাব মিলনায়তনে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত, মোনাজাত ও বিশেষ দোয়ার মাধ্যমে তার রুহের মাগফিরাত কামনা করা হয়। বক্তারা তাকে ফেনীর গর্বিত সন্তান এবং দেশ ও গণতন্ত্রের জন্য তার অবদানকে স্মরণীয় আখ্যা দেন।

খাগড়াছড়ি : খাগড়াছড়িতে বেগম খালেদা জিয়ার পারলৌকিক শান্তি কামনায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশেষ প্রার্থনার আয়োজন করে। য়ংড বৌদ্ধ বিহারে বুদ্ধমূর্তি দান, প্রদীপদানসহ নানা আচার পালন করা হয়। এছাড়া, জেলা বিএনপির কার্যালয়ে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয় মসজিদের ইমাম নামাজ পড়ান। বিএনপি, সহযোগী ও অন্যান্য সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নামাজ শেষে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

জামালপুর : জামালপুর জেলা বিএনপি কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সাতদিনের শোক কর্মসূচির অংশ হিসেবে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা টাঙ্গানো হয়। নেতাকর্মীরা তার রুহের মাগফিরাত কামনা করেন।

নীলফামারী : বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে নীলফামারী জেলায় শোকের ছায়া নেমে আসে। নেতাকর্মীরা শোকে আপ্লুত হয়ে দলীয় কার্যালয়ে জড়ো হন এবং অনেকেই আবেগে ভেঙে পড়েন। দলীয় কার্যালয়ে কোরআন তেলাওয়াত, শোক বইতে স্বাক্ষর ও পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে শোক প্রকাশ করা হয়। ঢাকার জানাজায় অংশ নিতে নেতাকর্মীরা পূর্বাহ্নেই রওনা দেন।

নওগাঁ : নওগাঁ জেলায় বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয়। জেলা বিএনপি কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ এবং দলীয় কার্যালয়ে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করে। জেলা নেতারা তার মৃত্যুকে সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি এবং দেশকে 'অভিভাবকহীন' অবস্থায় ফেলে দেওয়া বলে মন্তব্য করেন। বিভিন্ন উপজেলায় শোকসভা ও তবারক বিতরণ করা হয়।

বগুড়া : বেগম খালেদা জিয়ার প্রয়াণে তার স্মৃতিবিজড়িত জেলা বগুড়া গভীর শোকে আচ্ছন্ন হয়। শ্রদ্ধা জানাতে জেলা শহরের অসংখ্য দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে বন্ধ থাকে, শহর কার্যত স্থবির হয়ে পড়ে। হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক ঢাকার জানাজায় অংশ নিতে রওনা হন। জেলা বিএনপি কার্যালয়ে আবেগের বহিঃপ্রকাশ দেখা যায়। আলতাফুননেছা খেলার মাঠে সাধারণ মানুষের উদ্যোগেও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

ফেনী : সাংবাদিক ইউনিয়ন ফেনী (জেইউএফ) বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং তার আত্মার মাগফিরাত কামনায় নিজস্ব কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। নেতারা তাকে নব্বইয়ের গণঅভ্যুত্থানসহ গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য ব্যক্তিত্ব এবং জাতির এক অভিভাবকসুলভ নেতা হিসেবে আখ্যা দেন। পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানানো হয়।

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। স্থানীয় জাতীয়তাবাদী ওলামা দলের নেতা নামাজ পড়ান। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবীরা জানাজায় অংশ নেন।

লালমোহন (ভোলা ) : ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপি বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলের নেতারা উপস্থিত থেকে তাকে আপসহীন নেত্রী হিসেবে স্মরণ করেন এবং তার অবদানের কথা উল্লেখ করেন।

ভাঙ্গা (ফরিদপুর) : বেগম খালেদা জিয়ার ঢাকার জানাজায় অংশ নেওয়ার জন্য ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে বিএনপির নেতাকর্মীরা সকাল থেকেই ঢাকামুখী যাত্রা শুরু করেন। বাসস্ট্যান্ডে তাদের ব্যাপক উপস্থিতি এবং ঢাকাগামী যানবাহনের চাপ লক্ষ্য করা যায়। স্থানীয় নেতারা জানান, গতকাল থেকেই অনেক নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন। সাধারণ ছুটি ও শোকের কারণে এলাকায় বিশেষ পরিবেশ বিরাজ করছিল।

ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনট উপজেলা দলিল লেখক সমিতির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ধুনট সাব-রেজিস্ট্রি অফিসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে উপজেলা দলিল লেখক সমিতির প্রধান উপদেষ্টা বেলাল হোসেনসহ সকল দলিল লেখক উপস্থিত ছিলেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর