Logo

সারাদেশ

রাতের আঁধারে অর্ধশত শীতার্তের ঘরে পৌঁছাল লেপ

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১৯:২৮

রাতের আঁধারে অর্ধশত শীতার্তের ঘরে পৌঁছাল লেপ

রাতের আঁধারে অর্ধশত শীতার্তের ঘরে পৌঁছাল লেপ।

সারাদেশে হাড়কাঁপানো শীতে যখন বিপর্যস্ত জনজীবন, তখন ফরিদপুরের আলফাডাঙ্গায় ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগের নজির দেখা গেছে। লোকচক্ষুর আড়ালে গভীর রাতে অসহায় ও শীতার্ত পরিবারগুলোর ঘরে ঘরে গিয়ে উন্নতমানের লেপ পৌঁছে দিয়েছেন তরুণ সমাজসেবক মো. ইব্রাহিম হোসেন।

বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে আলফাডাঙ্গা পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের প্রায় অর্ধশত শীতার্ত পরিবারের মাঝে এসব লেপ বিতরণ করা হয়। পৌর এলাকার মিঠাপুর কলেজপাড়া এলাকার বাসিন্দা মো. ইব্রাহিম হোসেন তার বাবা মরহুম হাজী লিয়াকত হোসেনের স্মরণে নিজস্ব অর্থায়নে এ সহায়তার ব্যবস্থা করেন।

সাধারণত শীত মৌসুমে ত্রাণ হিসেবে কম্বল বা হালকা গরম কাপড় বিতরণ করা হলেও তীব্র শীতে সেগুলো অনেক সময় পর্যাপ্ত হয় না। বিষয়টি বিবেচনায় নিয়ে ইব্রাহিম হোসেন গত কয়েক বছর ধরে হতদরিদ্র মানুষের জন্য লেপ বিতরণ করে আসছেন।

স্থানীয় বাসিন্দা মামুন শেখ বলেন, কনকনে শীতে শুধু কম্বল অনেক সময় কাজে আসে না। একটি পরিবার যেন শান্তিতে ঘুমাতে পারে, সেই চিন্তা থেকেই ইব্রাহিম হোসেন প্রতিবছর নিজের সামর্থ্য অনুযায়ী লেপ পৌঁছে দেন। রাতের আঁধারে নীরবে ঘরে ঘরে গিয়ে সাহায্য পৌঁছে দেওয়ার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

এ বিষয়ে মো. ইব্রাহিম হোসেন বলেন, তীব্র শীতে অসহায় মানুষগুলোর কষ্ট লাঘব করে তাদের মুখে হাসি ফোটানো এবং শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করে দিতেই আমার এই ক্ষুদ্র চেষ্টা। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি এটি করি। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের উচিত নিজ নিজ অবস্থান থেকে এই শীতার্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর