শিল্পপতি বাবুলের হলফনামা
৯ কোটি টাকার সম্পদ, আয়কর দেন মাত্র ১০০ টাকা!
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১৬:২২
ছবি : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপিপন্থী ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুলের মনোনয়নপত্র বাদ পড়েছে। তবে তার জমা দেওয়া হলফনামায় প্রকাশ, গত অর্থবছরে তিনি মাত্র ১০০ টাকা আয়কর দিয়েছেন।
পোশাকশিল্পভিত্তিক প্রতিষ্ঠান প্রাইম গ্রুপের চেয়ারম্যান বাবুল স্থানীয়ভাবে ‘শিল্পপতি প্রাইম বাবুল’ নামে পরিচিত। তার হলফনামায় বার্ষিক আয় দেখানো হয়েছে সাড়ে তিন লাখ টাকার মতো। অথচ তার মোট সম্পদের পরিমাণ ৯ কোটির বেশি।
মনোনয়নপত্রের হলফনামা অনুযায়ী, বাবুল শাহজালাল ইসলামী ব্যাংকের কাছে এককভাবে তিন কোটি ৫৬ লাখ ৪৪ হাজার টাকা ঋণগ্রস্ত। এ ছাড়া প্রিমিয়ার ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যৌথভাবে তার ঋণ রয়েছে ১০৪ কোটি টাকা।
আবু জাফর আহমেদ বাবুল তার আয়কর রিটার্নে মোট সম্পদ নয় কোটি ২৮ লাখ ২৫ হাজার ৪৮০ টাকা দেখিয়েছেন। তার বার্ষিক আয় তিন লাখ ৪৭ হাজার ৮০৬ টাকা, হাতে নগদ তিন লাখ ২৭ হাজার ১৯২ টাকা এবং ব্যাংকে জমা রয়েছে এক লাখ ২১ হাজার ৪১১ টাকা।
তিনি স্থাবর সম্পত্তি হিসেবে এক একর কৃষিজমি, ৬০ শতাংশ অকৃষিজমি এবং গুলশানসহ বিভিন্ন এলাকায় পাঁচটি ফ্ল্যাট ও একটি অফিস স্পেসের মালিক। অস্থাবর সম্পত্তির মধ্যে ৭৫ ভরি স্বর্ণ (অর্জনকালীন মূল্য ৭৫ হাজার টাকা), আসবাবপত্র, ইলেকট্রনিক পণ্য ও আগ্নেয়াস্ত্র উল্লেখ করেছেন।
বাবুলের স্ত্রী হোসনে আরা জাফরও ব্যবসায়ী। তার নামে সম্পদ রয়েছে দুই কোটি ৭৩ লাখ ৯৮ হাজার ৪৩৭ টাকা। বাবুলের কন্যা তানাজ জাহান ছাত্রী হওয়া সত্ত্বেও তার সম্পদ রয়েছে ৩২ লাখ ২১ হাজার টাকা। তবে তিনি আয়কর দেন না।
শনিবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে বাবুল বাদ পড়েন। তিনি নিজেকে বিএনপির প্রার্থী দাবি করলেও দলের মনোনয়ন ফরম জমা দিতে ব্যর্থ হন।
ইমতিয়াজ আহমেদ/এআরএস

