নারায়ণগঞ্জে আগ্নেয়াস্ত্র আছে বিএনপির ৬ নেতাসহ ৮ প্রার্থীর
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১৬:৩৫
ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের পাঁচটি আসনের ৪০ জন প্রার্থীর মধ্যে আটজন প্রভাবশালী নেতার আগ্নেয়াস্ত্র রয়েছে। মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ২৯ ডিসেম্বর তারা নির্বাচন কমিশনে হলফনামা দেন। সেখানে প্রার্থীরা আয়-সম্পদের পাশাপাশি আগ্নেয়াস্ত্র আছে কি না এবং তার মূল্য উল্লেখ করেন।
হলফনামার তথ্য অনুযায়ী, ৪০ প্রার্থীর মধ্যে মাত্র আটজনের আগ্নেয়াস্ত্র রয়েছে। তাদের মধ্যে ছয়জন বিএনপি নেতা। কারও কারও একাধিক আগ্নেয়াস্ত্র রয়েছে। বাকি প্রার্থীদের কারও আগ্নেয়াস্ত্র নেই বলে জানানো হয়েছে।
আগ্নেয়াস্ত্রের তথ্য দেওয়া প্রার্থীরা হলেন : মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, মোহাম্মদ শাহ আলম, আবুল কালাম, মুহাম্মদ গিয়াস উদ্দিন, আজহারুল ইসলাম মান্নান, আবু জাফর আহমেদ বাবুল, সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী ও আতিকুর রহমান নান্নু মুন্সি।
নারায়ণগঞ্জ-৫ : এ আসনে মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের একটি রিভলবার ও একটি বন্দুক রয়েছে। তবে হলফনামায় আগ্নেয়াস্ত্র দুটির মূল্য উল্লেখ করেননি তিনি।
বিএনপি সমর্থিত ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুলের চার লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি এনপিবি পিস্তল ও দুই লাখ টাকা মূল্যের একটি পয়েন্ট ১২ বোর গান রয়েছে।
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদীর একটি রিভলবার ও একটি ডাবল ব্যারেল বন্দুক রয়েছে। তিনি আগ্নেয়াস্ত্র দুটির মূল্য ৬৫ হাজার টাকা উল্লেখ করেন।
নারায়ণগঞ্জ-৪ : দল থেকে বহিষ্কৃত বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী মোহাম্মদ শাহ আলমের একটি রিভলবার ও একটি শটগান রয়েছে। তিনি আগ্নেয়াস্ত্র দুটির মূল্য এক লাখ পাঁচ হাজার টাকা উল্লেখ করেন।
একই আসনে দল থেকে বহিষ্কৃত ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের একটি পিস্তল রয়েছে, যার মূল্য এক লাখ ১৫ হাজার টাকা।
নারায়ণগঞ্জ-৩ : এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের দুটি আগ্নেয়াস্ত্র রয়েছে। একটি পয়েন্ট ১২ বোর গান (চার লাখ টাকা) ও অপরটি পয়েন্ট ৩২ বোর গান (চার লাখ ৬০ হাজার টাকা)।
এ আসনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনও তার হলফনামায় একটি পিস্তলের তথ্য উল্লেখ করেন।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আতিকুর রহমান নান্নু মুন্সির আগ্নেয়াস্ত্র রয়েছে বলে জানানো হয়েছে। তিনি আগ্নেয়াস্ত্রের ধরন উল্লেখ না করলেও এর মূল্য তিন লাখ টাকা লিখেছেন।
নারায়ণগঞ্জ-১ : এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর একটি একে-২২ মডেলের আগ্নেয়াস্ত্র রয়েছে। তিনি এর মূল্য ৯০ হাজার টাকা উল্লেখ করেন।
নারায়ণগঞ্জ-২ : এ আসনের ১০ জন প্রার্থীর হলফনামায় কারও আগ্নেয়াস্ত্র নেই বলে উল্লেখ করা হয়েছে।
ইমতিয়াজ আহমেদ/এআরএস

